পুর্ববর্তী নিউজ
মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর ব্যবহৃত এই পোশাকটি হযরত উওয়াইস আল-কুরনি (রা.)-কে তিনি উপহার দিয়েছিলেন।
উওয়াইস আল-কুরনি (রা.) এর বংশধররা ১৪শ’ বছর ধরে এটি সযত্নে সংরক্ষণ করে আসছেন।
তুরস্কের ইস্তাম্বুলে হিরকা-ই শেরিফ মসজিদে হাজারো মানুষ ভিড় করেন প্রিয় নবীর ছোঁয়া লেগে থাকা পোশাকটি দেখতে।
দর্শনার্থীদের অনেকে পোশাকটি দেখে কান্নায় ভেঙে পড়েন। আবার কেউ কেউ নামাজ পড়েন শুকরিয়া হিসেবে।