ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো বলেছেন, আগামী সপ্তাহে পাম তেল রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। এতে ইউক্রেনে যুদ্ধের কারণে দাম বেড়ে যাওয়া তেলের বাজারের উপর চাপ উপশম হবে।
অভ্যন্তরীন ঘাটতির মুখে সরবরাহ বজায় রাখার জন্য গত মাসে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। খবর এএফপি’র।
উইডোডো অনলাইন ব্রিফিংকালে বলেছেন, রান্নার তেলের সরবরাহের উপর ভিত্তি করে এবং পাম তেল শিল্পে নিয়োজিত ১৭ মিলিয়ন কৃষক ও শ্রমিকদের স্বার্থ বিবেচনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি যে, ২৩ মে সোমবার থেকে রান্নার তেল রফতানি আবার চালু করা হবে।
তিনি বলেন, সাশ্রয়ী মূল্যে চাহিদা পূরণ নিশ্চিত করতে সরকার সবকিছু কঠোরভাবে পর্যবেক্ষণ করবে।
কর্তৃপক্ষ কঠোরভাবে রফতানি নিষেধাজ্ঞা কার্যকর করায় ইন্দোনেশিয়ান নৌবাহিনী এ মাসের শুরুতে আদেশ লঙ্ঘন করে দেশের বাইরে পাম তেল বহনকালে একটি ট্যাঙ্কার আটক করেছিল।
নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরে উইডোডো বলেছিলেন যে, দেশের ২৭০ মিলিয়ন লোকের জন্য সরবরাহ নিশ্চিত করা তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর আকাশচুম্বী দামের কারণে জাকার্তা চাপের মুখে পড়ে।
গত সপ্তাহে পাম ফলের দাম নাটকীয়ভাবে কমে যাওয়ার কারণে জাকার্তার কেন্দ্রস্থলে এবং ইন্দোনেশিয়ার বেশ কয়েকটি শহরে বিক্ষোভ করেছে পাম তেল উৎপাদনকারীরা।