সকাল ৮:৩৩ সোমবার ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি

হোম দেশ একমাস করোনায় মৃত্যুশূন্য বাংলাদেশ

একমাস করোনায় মৃত্যুশূন্য বাংলাদেশ

লিখেছেন kajol khan
Spread the love

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কেউ মারা যাননি। এ নিয়ে টানা এক মাস দেশ মৃত্যুশূন্য। এর আগে ২০ এপ্রিল একজন মারা যান।

আজ শুক্রবার (২০ মে) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ দেশে করোনার নতুন রোগী শনাক্ত হয়েছে ৫০ জন। গতকাল শনাক্ত হয়েছিল ৩৫ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৩১৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৫০ জন। শনাক্তের হার দশমিক ৭৯ শতাংশ। আগের দিন ৫ হাজার ৮৬৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৩৫ জন। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৬০ শতাংশ।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ৭৫ হাজার ১৩ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ১৮৮ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮২০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪১ জন। শনাক্তের হার দশমিক ৮৫ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৮২ শতাংশ।

করোনায় আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২২১ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৭৫ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৩১ শতাংশ।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More