১লা ফাল্গুন ও ভালোবাসা দিবসে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান শিকড়ের ভালোবাসায় সিক্ত হলো ১শ দুস্থ পরিবার।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় গরীব, অসহায় মানুষের মাঝে ১০০ ফুড প্যকেট বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) শিকড় সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে জীবননগর স্টেডিয়ামে অনুষ্ঠানিকভাবে এ ফুড প্যাকেট বিতরণ করা হয়।
ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সুলতানা লাকি । প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দীয় কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জসিম উদ্দীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সমাজসেবা অফিসার জাকির উদ্দীন মোড়ল, জীবননগর পৌর যুবলীগের সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিকড় সমাজকল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ হোসাইন আহম্মেদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ওমর ফারুক, রমজান আলী, অনিম মাহমুদ, নিলয় ,সজল, মামুনসহ টিম শিকড়ের স্বেচ্ছাসেবকরা।