চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় গরীব, অসহায় শীতার্ত মানুষের মাঝে ১০০ কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (২ জানুয়ারি) শিকড় সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে আলমডাঙ্গা খাসকররা এলাকায় এ শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাসকররা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সবুজ জোয়ার্দার। অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ শেষে তিনি বলেন, প্রচণ্ড শীতে কম্বল দিয়ে দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর ফলে মানুষ ব্যাপকভাবে উপকৃত হচ্ছে। কম্বল বিতরণ করায় শিকড় সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাব্বির সামি মুহিত ও সাধারণ সম্পাদক আদীব জামাল সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শিকড় সমাজকল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ হোসাইন আহম্মেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন- শিকড় সমাজকল্যাণ সংস্থার কর্মকর্তা ওমর ফারুক, রমজান আলী, অনিম আহমেদ, সেচ্ছাসেবী এইচ এম নাজমুল হুদা, হাবিব ওয়াহিদ কন্ঠ,আসিফ ইমরান, আবির হাসান, আসিফ শেখ, রিভেন বিশ্বাস, রেমিডি হাসান ও তাজিম আহম্মেদ।