জীবননগর ৪নং সীমান্ত ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ইশাবুল ইসলাম (মিল্টন) কে শিকড় সমাজকল্যাণ সংস্থার পক্ষথেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় জীবননগর ৪নং সীমান্ত ইউনিয়ন পরিষদে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন শিকড় সমাজকল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ হোসাইন আহম্মেদ, কর্মকর্তা ওমর ফারুক, রমজান, অনিম, আমিনুল,ইউনিয়নের নবনির্বাচিত ৯টি ওয়ার্ড এর মেম্বার মহিলা মেম্বারসহ অন্যন্যরা। ।
সীমান্ত ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ইশাবুল ইসলাম (মিল্টন) বলেন, আমার প্রতি ইউনিয়নবাসীর, দলের আস্থা ও মানুষের ভালোবাসা আছে। ভোটাররা আমাকে নির্বাচিত করেছেন। আমি তাদের ভালোবাসা ও বিশ্বাস রক্ষায় কাজ করে যাব, তাদের সাথে সব সময় ছিলাম আছি। আমি সব ভোটার ও দলের নেতা-কর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ বিজয় সাধারণ মানুষের বিজয়। এ বিজয় সীমান্ত ইউনিয়নের আপামর জনসাধারণের বিজয়।
একই সঙ্গে শিকড় সমাজকল্যাণ সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।