চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধযান আলমসাধু ও লাটাহাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষে আলমসাধু চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শনিবার(১৮ ডিসেম্বর) দুপুর ১ টার সময় দর্শনা-জীবননগর আঞ্চলিক সড়কে এই দূর্ঘটনা ঘটে।
নিহত আলমসাধু চালক ওমর ফারুক(২৩) দর্শনা বাসস্ট্যান্ড পাড়ার হাফিজুর রহমানের ছেলে।
প্রত্যক্ষ সূত্র জানা যায়,শনিবার দুপুরে মালামাল বহন শেষে আলমসাধু চালক জীবননগরে ও লাটাহাম্পার গাড়ির চালক দর্শনার দিকে যাচ্ছিলেন। দুপুর ১ টার দিকে জীবননগর পেয়ারাতলার ফুলতলা নামক স্থানে দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।দূর্ঘটনায় আলমসাধু চালক ঘটনাস্থলেই নিহত হয়।
এসময় লাটাহাম্পার গাড়ির চালক গাড়ি রেখে পালিয়ে যায়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ.আব্দুল খালেক জানান,পেয়ারা তলার নিকট দূর্ঘটনার সংবাদ আমি শুনেছি। গাড়ি দুইটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।নিহতের স্বজনেরা আমাদের কাছে এখনো অভিযোগ করেনি।অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।