শিকড় সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে গরিব, দুঃখী, অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে শিকড় সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে চুয়াডাঙ্গা সদর এলাকায় প্রায় ২ শতাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন মিয়া
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ ফারুখ হোসেন অধ্যক্ষ বি এম কলেজ বড় শলুয়া।
আরো উপস্থিত ছিলেন মোঃ ফরিদুল ইসলাম সহকারী শিক্ষক আরাফাত হোসেন সরনী বিদ্যাপীঠ, মোঃ হাসান আলী, শিকড় সমাজকল্যাণ সংস্থার কর্মকর্তা ওমর ফারুক,রমজান আলী, অনিম আহমেদ, সেচ্ছাসেবী নিলয়, আরিফ হোসেনসহ আরো অনেকে
শীতবস্ত্র পেয়ে আনন্দে চুয়াডাঙ্গা সদরের কাওসার আহমদ তিনি বলেন বলেন, শিকড় সমাজকল্যাণ সংস্থা যে শীতবস্ত্র দিলেন তাতে আমার খুবই উপকার হবে। আমি খুবই আনন্দিত ও খুশি হয়েছি।