বৃহস্পতিবার (৯ডিসেম্বর) সকাল ৯ ঘটিকার সময় জীবননগরে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদ্যাপনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা সমাজ সেবা অফিসার জাকির হোসেন মোড়ল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা, জীবননগর প্রেস ক্লাবের সভাপতি এম.আর বাবু। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলার ৫জন জয়ীতাকে পুরস্কৃত করেন।