চুয়াডাঙ্গার জীবননগরে ৩০ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২১ পালন করা হয়েছে।
শুক্রবার (৩ডিসেম্বর) সকাল ১০ ঘটিকার সময় জীবননগর উপজেলা প্রশাসন এর আয়োজনে ৩০ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন ও তাদের কর্মকাণ্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই দিবসটির সূচনা হয়। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ’।
আলোচনা সভা ও র্যালিতে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম রাসেল
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জাকির উদ্দিন মোড়ল,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফ হোসেন,মাহফুজা খাতুন বিউটি,সাজেদা আক্তার, হোসাইন আহম্মেদ, ওমর ফারুক, রমজান আলী,তৃর্ণা,তীর্থসহ আরো অনেকে।