চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মহান বিজয় দিবস২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল দশটার সময় জীবননগর উপজেলা পরিষদের হল রুমে মহান বিজয় দিবস২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভার আয়োজন করা হয়।
প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, মোঃ রফিকুল ইসলাম,মেয়র জীবননগর পৌরসভা।
প্রস্তুতি মূলক সভায় সভাপতিত্ব করেন, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম রাসেল।
এছাড়া আরো উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোর্তুজা,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মোঃ আব্দুল লতিফ অমল,উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা হুমায়ন কবির,উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার,জীবননগর থানার ওসি আব্দুল খালেক ।
জীবননগর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মাহাবুবুর রহমান বাবু, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি সাংবাদিক জাহিদ বাবু, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ জীবননগর উপজেলার বীর মুক্তিযোদ্ধাগন ও জীবননগর উপজেলার বিভিন্ন কর্মকর্তা সহঅন্যরা।