শিকড় সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (RMO) ডাঃ মাহমুদ বিন হেদায়েত সেতুকে স্মারক সম্মাননা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় জীবননগর সেতু ক্লিনিকে টিম শিকড়ের সঙ্গে ডা: সেতুর সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় শিকড়ের বিভিন্ন প্রকল্পের প্রশংসা করেন এবং ডাঃ সেতু বলেন শিকড় সমাজকল্যাণ সংস্থা সমাজের অসহায় ও দরিদ্র মানুষের জন্য কাজ করছে। এটি একটি মহতী কাজ আমি চেষ্টা করবো শিকড় যে উন্নয়নমূলক কাজ করছে সেই কাজে অংশগ্রহণ করার। সাক্ষাত শেষে তাকে শিকড়ের পক্ষ্য থেকে স্মারক সম্মাননা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শিকড় সমাজকল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ হোসাইন আহম্মেদ, কর্মকর্তা ওমর ফারুক, রমজান, অনিম, আমিনুলসহ অন্যরা।