জীবননগর উপজেলায় নির্বাচনী আচরণ বিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা।
আসছে ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগরে নির্বাচনী আচরণ বিধিমালা ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার সীমান্ত ইউনিয়নের প্রার্থীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর-উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা হুমায়ন কবির, উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান,জীবননগর থানার অফিসার ইনচার্জ আঃখালেক,জীবননগর প্রেসক্লাব সভাপতি এম আর বাবু,জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু ,সাংবাদিক সালাউদ্দীন কাজল, সাংবাদিক জামাল হোসেন খোকনসহ আরো অনেকে ।
এসময় উপজেলার সীমান্ত ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা নির্বাচন সুষ্ঠ সুন্দর ও নিরপেক্ষ হবে বলে সবাইকে আসস্থ করেন। সুষ্ঠ নির্বাচনের স্বার্থে যা যা করা দরকার, সব ব্যবস্থাই গ্রহণ করা হবে।