চুয়াডাঙ্গার জীবননগরে ৫০ তম জাতীয় সমবায় দিবস ২০২১ পালিত হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) সকাল ১০ টার সময় জীবননগর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর আয়োজনে জীবননগর উপজেলা হল রুমে “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” জাতীয় সমবায় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন র্যালিও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগরউপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ সালাম ঈশা,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী,উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার,উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা হুমায়ন কবির,উপজেলা সমবায় অফিসার মোঃ নূর আলম প্রমুখ।
এসময় জাতীয় সমবায় দিবস-২০২১ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার সেরা প্রতিষ্ঠান হিসেবে ‘এবলুম বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডকে পুরস্কার প্রদান করা হয়।’
অনুষ্ঠানে ‘এবলুম বাংলা’র সভাপতি মোঃ. শাহজাহান সিরাজ প্রতিষ্ঠানের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথির হাত থেকে চ্যাম্পিয়নের পুরস্কার গ্রহণ করেন এবলুম বাংলার ম্যানেজার হোসাইন আহম্মেদ। এ সময় জেলার অন্যান্য সমবায়ীদের সঙ্গে উপস্থিত ছিলেন এবলুম বাংলার কাজল হোসেন, আমিনুল ইসলাম, অনিম ,রমজান আলী,ওমর ফারুক।
উল্লেখ্য, গত ৫ বছরে একবার খুলনা বিভাগ চ্যাম্পিয়ন ও ৪ বার জেলা চ্যাম্পিয়ন নির্বাচিত হয় সকলের প্রিয় প্রতিষ্ঠান এবলুম বাংলা। ‘এবলুম বাংলা’ নিজস্ব প্রকল্পের পাশাপাশি ‘শিকড় সমাজকল্যাণ সংস্থা’ ও ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করে যাচ্ছে।