চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় ১৫২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে গম ,ভূট্টা ,সরিষা , শীতকালীন
পিয়াজ, মসুর বীজ ও রাসায়নিক সার বিতরণ -এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার দুপুর ১১ টার সময় জীবননগর উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে জীবননগর উপজেলা হল রুমে এ প্রণোদনা বিতরণ করা হয়।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ সালাম ঈশা,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী ,উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা হুমায়ন কবির প্রমুখ।
উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার।
এসময় উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার বলেন,জীবননগর উপজেলার কৃষকদের মধ্যে ২৯০ জনকে গমবীজ ,রাসায়নিক সার, ৬৮৫ জনকে ভূট্টা বীজ, রাসায়নিক সার,১৭০ জনকে সরিষা বীজ, রাসায়নিক সার, ৮৫ জনকে শীতকালীন পিয়াজ বীজ, রাসায়নিক সার ও ২৯০ জনের মাঝে মসুর বীজ ও রাসায়নিক সার পর্যায়ক্রমে বিতরণ করা হবে।