চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পর্যটন সম্ভবনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) বেলা তিনটার সময় জীবননগর উপজেলা পরিষদের হল রুমে উপজেলার পর্যটন সম্ভবনা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুস সামাদ পরিচালক(যুগ্নসচিব)বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান হাফিজ, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম রাসেল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম ঈশা, গোলাম মোর্তজা সাবেক উপজেলা চেয়ারম্যান জীবননগর, জীবননগর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মাহাবুবুর রহমান বাবু, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি সাংবাদিক জাহিদ বাবু, জীবননগর উপজেলার বীর মুক্তিযোদ্ধাগন ও শিক্ষক সহঅন্যরা।