আগামী ১১নভেম্বর অনুষ্ঠিত হবে জীবননগর উপজেলার ৪নং সীমান্ত ইউনিয়ন পরিষদের নির্বাচন।নির্বাচনের আগেই নিজ ইচ্ছায় নির্বাচন থেকে সরে গেলেন ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থীমনিরুল ইসলাম।
গতকাল সোমবার দুপুর ২টার সময় লিখিত ভাবে তিনি এই ঘোষণা দেন।নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য হিসাবে দুই জন নমিনেশন ক্রয় করেন এর মধ্যে যাদবপুর গ্রামের মোঃ আব্দুল কুদ্দুস মোরগমাকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করেন এবং মনিরুল ইসলাম ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করেন।
মোঃ মনিরুল ইসলাম তার লিখিত বক্তব্যে বলেন, আমি ৪নং সীমান্ত ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচনে ৯নং ওয়ার্ডের মেম্বার পাথী হিসেবে নমিনেশন ক্রয় করি এবং আমার ফুটবল প্রতীক বরাদ্ধ হয়।এ অবস্থায় আমার ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে নিজ ইচ্ছায় নির্বাচন না করার সিদ্ধান্ত গ্রহণ করি এবং আজ হতে আমার নির্বাচনী সমস্ত কার্যক্রম স্থগিত করলাম ।