চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে অসহায় দরিদ্র পরিবারের জন্য ‘ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করেছে এবলুম বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ। এতে প্রায় শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেয়া হয়।
মঙ্গলবার (০২নভেম্বর) উপজেলার মাধবপুর গ্রামে এবলুম বাংলার উদ্যোগে ‘ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ’ কর্মসূচির আয়োজন করা হয়।
মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করেন উপজেলা সমবায় অফিসার মোঃ নূর আলম । ক্যাম্পটি বিকেল ৩টায় শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত। ‘ফ্রি মেডিক্যাল ক্যাম্পে রোগী দেখেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিক্যাল অফিসার ডা. মোঃ জাহাঙ্গীর আলম ।
এদিকে মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়ানের ২ নং ওয়ার্ড মেম্বার মোঃ আশাদুল ইসলাম ,মোঃ নাসির উদ্দীন সাধারণ সম্পাদক ২ ওয়ার্ড আওয়ামীলীগ মাধবপুর , মোঃ মিথুন মাহমুদ সাংবাদিক মাই টিভি, উপজেলা সমবায় অফিসের পরিদর্শক মোঃ মাসুদ রানা।
এবলুম বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের ম্যানেজার হোসাইন আহম্মেদ মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করেন।
এ সময়ে সহযোগিতা করেন স্বেচ্ছাসেবী ওমর ফারুক, রমজান, নিলয়, অনিম, আমিনুলসহ অন্যরা।