প্রতি বছরের মতো এবারও ১ নভেম্বর (সোমবার) জাতীয় যুব দিবস পালন করা হয়। এ বছর জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে এ প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।
জাতীয় যুব দিবস পালন উপলক্ষে আজ মঙ্গলবার জীবননগর উপজেলা হল রুমে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালী ও আলোচনা সভা শেষে ২৩ জনের মধ্যে ঋণের চেক প্রদান করা হয়।
উক্ত র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজী মোঃ হাফিজুর রহমান ,চেয়ারম্যান উপজেলা পরিষদ জীবননগর,চুয়াডাঙ্গা।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোছাঃ আয়েশা সুলতানা লাকী , ভাইস চেয়ারম্যান (মহিলা ) উপজেলা পরিষদ জীবননগর,চুয়াডাঙ্গা,আব্দুস সালাম ইশা, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ জীবননগর,চুয়াডাঙ্গা,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি )মোঃ হুমায়ুন কবির, সমাজ সেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল, একাডেমী সুপার ভাইজার সৈয়দ আব্দুর জব্বার ,উথলী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কালাম আজাদ, রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রশিদ শাহসহ আরো অনেকে।