চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিনে প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে শিকড় সমাজকল্যাণ সংস্থা। সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে দোয়া ও কেক কেটে জন্মদিনের আনুষ্ঠানিকতা পালন করা হয়। এ সময়ে প্রধান অতিথি হিসেবে ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা, জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাখি, জীবননগর কৃষি অফিসার মোছা. সারমিন আক্তার, ভূমি সহকারী অফিসার মোঃ হুমায়ন কবির, সমাজসেবা অফিসার মোঃ জাকির উদ্দিন মোড়ল ও জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম।
এদিকে শেখ রাসেল দিবস উদযাপনে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন শিকড় সমাজকল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ হোসাইন আহম্মেদ, শিকড় সমাজ কল্যাণ সংস্থার সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক মিঠুন মাহামুদ, মোঃ কাজল হোসেন, মোঃ মফিজুল ইসলাম ও মোঃ রমজান আলী।