চার জেলায় পাঁচ হাজার খাবার বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। রোববার (১৭ অক্টোবর) দুপুরে জামালপুর, চুয়াডাঙ্গা, দিনাজপুর ও সিরাজগঞ্জে একযোগে খাবারগুলো বিতরণ করা হয়।
জামালপুর: জামিয়া হোসাইনিয়া মাদ্রাসায় খাবার বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন সংস্থার অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স অফিসার কোহিনুর আলম সুমন। এ সময় সংস্থার প্রোজেক্ট ম্যানেজার আবুল কায়েস, অপারেশন ম্যানেজার জহুরুল ইসলামসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা: জেলার জীবননগরে বাঁকা দারুল উলুম ইসলামিয়া মাদরাসায় ৫০০ ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার প্রধান মাওলানা আমিরুল ইসলাম আজহারী, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চুয়াডাঙ্গা শাখার ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন আহম্মেদ, ওমর ফারুক, মফিজুর ইসলাম, রমজান আলী ও অনিম মাহমুদ।
এছাড়া, দিজানপুর ও সিরাজগঞ্জ জেলায়ও একসঙ্গে এই খাবার বিতরণ কর্মসূচি পরিচালনা করেন দোস্ত এইডের শাখা অফিস।
উল্লেখ্য, “সবার জন্য নিরাপদ খাদ্য” শ্লোগানকে সামনে রেখে এসডিজি (SDG) এর Zero Hunger প্রোগ্রাম বাস্তবায়নের লক্ষে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বিশ্ব গড়ার প্রয়াসে নিয়মিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে চার জেলায় অসহায়-দুস্থদের মাঝে রান্না করা একদিনে পাঁচ হাজার খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।