আব্দুর রহিম: ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে ২৪ বোতল ফেন্সিডিল ও ১২ বোতল ইসকাফসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
শুক্রবার (৮ অক্টোবর) সকাল ১১টায় দত্তনগর বাজার গোলঘর মোড়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামের আয়নাল আলীর ছেলে মোঃ জাফর আলী (৪০) ও একই উপজেলার নতুনপাড়া গ্রামের জামাত আলীর ছেলে বাকের মন্ডল (৪৩)।
গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার দত্তনগরের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ এসআই রাজু আহম্মেদ ও টু আইসি এ এসআই ফিরোজ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌঁছে ফেন্সিডিল ও ইসকাফসহ তাদেরকে আটক করে।