চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে অসহায় দরিদ্র পরিবারের জন্য ‘ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করেছে শিকড় সমাজকল্যাণ সংস্থা। এতে প্রায় শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেয়া হয়।
বুধবার (০৬অক্টবর) উপজেলার কালা গ্রামে শিকড় সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ‘ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ’ কর্মসূচির আয়োজন করা হয়।
মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জাকির উদ্দিন মোড়ল। ক্যাম্পটি বিকেল ৩টায় শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত। ‘ফ্রি মেডিক্যাল ক্যাম্পে রোগী দেখেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিক্যাল অফিসার ডা. মোঃ জাহাঙ্গীর আলম ।
সমাজসেবা কর্মকর্তা মোঃ জাকির উদ্দিন মোড়ল বলেন, আজ আমি এখানে এসে অনেক খুশি। এখানে অনেক সুবিধা বঞ্চিত মানুষ চিকিৎসা সেবা নিয়েছে। আমি চাই এ উপজেলায় অসহায় মানুষের জন্য এরকম মেডিকেল ক্যাম্প আরও হোক।
শিকড় সমাজ কল্যাণ সংস্থার সভাপতি, সাংবাদিক ও উপস্থাপক সাব্বির সামি মুহিত বলেন, শিকড় সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে এখানে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। আশা করি, সহযোগিতা পেলে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে আরও করবো।
এদিকে মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সময় টিভির সাংবাদিক ও শিকড় সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দীন আদিব। গোলাম রসুল সভাপতি আওয়ামীলীগ মনোহরপুর ইউনিয়ন, আহসান হাবিব বকুল সাধারণ সম্পাদক আওয়ামীলীগ মনোহরপুর ইউনিয়ন।
শিকড় সমাজ কল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ হোসাইন আহম্মেদ মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করেন।
এ সময়ে সহযোগিতা করেন স্বেচ্ছাসেবী সহ-সাধারণ সম্পাদক মিথুন মাহমুদ,কাজল হোসেন, ওমর ফারুক,রমজান,মফিজুল,নিলয়, অনিম, আমিনুলসহ অন্যরা।