জীবননগরে মাদক সেবন করার অপরাধে মোবাইল কোটে মাদক সেবনকারীকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার দুপুর ২টার সময় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামে মোবাইল কোট পরিচালনা করে শাখারিয়া গ্রামের আনিসুর রহমানের ছেলে মাদক সেবনকারী মাসুদ রানাকে (৩০)মাদক সেবন করে মাতলামী করার অপরাধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(৫)ধারার অপরাধে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
মোবাইল কোট পরিচালনা করেন জীবননগর উপজেলা নিবাহী অফিসার ও নিবাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম। মোবাইল কোট পরিচালনায় সহযোগিতা করেন জীবননগর থানার এস আই শহিদুল ইসলাম ।