চুয়াডাঙ্গার জীবননগর থানার সদ্য দায়িত্বপ্রাপ্ত নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেককে শিকড় সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এই শুভেচ্ছা জানানো হয়।
ওসি আবদুল খালেক বলেন, জীবননগর উপজেলার সকল ধরনের সন্ত্রাস, চুরি, ডাকাতি, দুর্নীতি, অনিয়ম, বাল্যবিবাহ, মাদকনির্মূলে কাজ করবো আমি। এ ক্ষেত্রে সাংবাদিক, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক সংগঠনসহ সকলের সহযোগিতা কামনা করছি।
এছাড়াও শিকড় সমাজকল্যাণ সংস্থা বিভিন্ন সেবামূলক কাজের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা করেন ওসি আবদুল খালেক।
এ সময় উপস্থিত ছিলেন, শিকড় সমাজকল্যাণ সংস্থার সহ-সাধারণ সম্পাদক মিথুন মাহমুদ, কোষাধ্যক্ষ হোসাইন আহম্মেদ, নির্বাহী সদস্য কাজল হোসেন, স্বেচ্ছাসেবক মফিজুল ইসলাম, রমজান আলী, ওমর ফারুক ও আমিনুল ইসলাম।