চুয়াডাঙ্গার জীবননগরে ট্রেনে কেটে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় উপজেলার উথলী রেল স্টেশনের অদূরে এই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষ সূত্রে জানা যায়,
খুলনা অভিমূখী গোয়ালন্দ এক্সপ্রেস ট্রেন উথলী স্টেশনের অদূরে উথলী হাইস্কুল অতিক্রম করার পর আনুমানিক ৭০ বছর বয়সের এই বৃদ্ধ কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।লোকটি মাথায় আঘাত পেয়ে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
বৃদ্ধ লোকটি ট্রেন লাইনে চলাচল করতে গিয়ে দূর্ঘটনার স্বীকার হয়েছে অথবা চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েছে কিনা এই বিষয়ে নিশ্চিত করে কেও কিছু বলতে পারছে না।
শেষ খবর পাওয়া পর্যন্ত লাশটি রেলওয়ে পুলিশ পাহারায় রেখেছিল। লাশের কোন পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায় নি।