চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০সেপ্টম্বর) জীবননগর থানা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জীবননগর থানার তদন্ত অফিসার সুকেন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, বিশেষ অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মোঃ আব্দুল লতিফ অমল।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু ,সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু , উপজেলার আটটি ইউনিয়নের চেয়ারম্যানগণ, জীবননগর থানার সকল কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এবং উপস্থাপনায় ছিলেন জীবননগর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা।
অনুষ্ঠান শেষে বিদায়ী ওসিকে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। শিকড় সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন, শিকড় সমাজকল্যাণ সংস্থার সহ-সাধারণ সম্পাদক মিথুন মাহমুদ, কোষাধ্যক্ষ হোসাইন আহম্মেদ, নির্বাহী সদস্য কাজল হোসেন, স্বেচ্ছাসেবক রমজান হোসেন।