গত কাল ১৭ সেপ্টেম্বর শুক্রবার সন্ধার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা করেছে কতিপয় যুবক।
সরজমিন অনুসন্ধান করে জানা যায় ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের চাঁপাতলা গ্রামের আব্দুস সাত্তার মণ্ডলের ছেলে ইজিবাইক চালক হাফিজুর রহমান( ৪০) প্রতিদিনের ন্যায় ইজিবাইক নিয়ে জীবন-জীবিকার তাগিদে জিবননগর জিন্নানগর সড়কসহ আশে পাশের বিভিন্ন সড়কে ভাড়া অনুসন্ধানে দিন পার হয়।
সন্ধ্যায় বাড়ি ফেরার পথে একই উপজেলার কেশবপুর গ্রামের মৃত মিজানুর রহমান এর ছেলে খালিদের সাথে রাস্তা পরাপার নিয়ে কিছু একটা ঘটনা ঘটে। যার প্রেক্ষাপটে খালিদ তার অনুসারি মৃত ফজলুর ছেলে ভাসানিকে মুঠোফোনে ইজিবাইক চালককে আটক করতে নির্দেশ দেয়। ভাসানি ও তার ছেলে চঞ্চল পিতা পুত্র মিলে ইজিবাইক আটক করে।
পরবর্তীতে খালিদ আসলে ইজিবাইক চালক হাফিজুর রহমান কে বেদম মারপিট করতে করতে পার্শ্ববর্তী ধানের ক্ষেতে কাদা পানিতে ফেলে দেয়। তারপর টেনে হেচড়ে রাস্তায় তুলে রড, কিল ঘুষি মারতে মারতে যখন আর কোন প্রতিবাদ করছে না, তখন ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা পার্শবর্তী জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।