জীবননগর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে সেবার মান বৃদ্ধি করার লক্ষ্যে তিন দিন ব্যাপী অবহিতকরণ কোস এর উদ্বোধন করা হয়েছে।আজ বুধবার(১৫ সেপ্টেম্বর) বেলা ১১ টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে ৩ দিন ব্যাপী এই কর্মশালার শুভ উদ্বোধন করা হয়।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ.আরিফুল ইসলামের সভাপতিত্ব । ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যগণের জন্য তিন দিন ব্যাপী ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ কোর্সটি ভার্চুয়াল ভাবে শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক মোঃ.নজরুল ইসলাম সরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ.হাফিজুর রহমান হাফিজ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ.মিজানুর রহমানসহ ।
ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ কোর্স অনুষ্ঠানে উপজেলার ৮টি ইউনিয়নের সকল চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ অংশ গ্রহণ করেন।