রাত ৪:৩১ শুক্রবার ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ২রা রমজান, ১৪৪৪ হিজরি

হোম দুরন্ত-চুয়াডাঙ্গা এবলুম ও শিকড় চেয়ারম‍্যানের ছেলের জন্মদিনে দোয়া অনুষ্ঠিত

এবলুম ও শিকড় চেয়ারম‍্যানের ছেলের জন্মদিনে দোয়া অনুষ্ঠিত

লিখেছেন kajol khan
Spread the love

এবলুম বাংলা ও শিকড় সমাজকল্যাণ সংস্থার চেয়ারম‍্যান সময় টিভির সংবাদিক ও উপস্থাপক সাব্বির সামি মুহিত’র একমাত্র পুত্র সাওবান সোয়াইদ আহমেদ এর ৪র্থ জন্মবার্ষিকী উপলক্ষ‍ে ১৩ই সেপ্টেম্বর ২০২১ খৃঃ (সোমবার) রাতে চুয়াডাঙ্গার জীবননগর অফিসে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

 

 

এবলুম বাংলা ও শিকড় সংস্থার অফিসের আয়োজনে এ অনুষ্ঠানে সাওবান এর সার্বিক মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মো: মফিজুল ইসলাম।

দোয়া শেষে ঘরোয়া পরিবেশে কেক কেটে উদযাপন করা হয় সাওবান এর শুভ জন্মদিন।

এবলুম ও শিকড়ের ম‍্যানেজার হোসাইন আহম্মেদের তত্ত্বাবধানে জন্মদিন উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রমজান আলী, অনিম আহম্মেদ, আমিনুল ইসলাম, , রমজান আলী,ওমর ফারুক, সোহাগসহ অন‍্যান‍্যরা।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More