চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মালেকা খাতুন(৬০) নামের এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ।
আজ শনিবার(১১ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে হাসপাতালের একটি টয়লেট থেকে চিকিৎসাধীন ওই রোগীর লাশ উদ্ধার করা হয়। নিহত মালেকা খাতুন উপজেলার কুয়াতলা গ্রামের গোলাম রসুলের স্ত্রী।
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.হাদী জিয়া উদ্দিন আহম্মেদ জানায়,নিহত মালেকা খাতুন অসুস্থ হয়ে গত ৮ সেপ্টেম্বর বুধবার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।তিনি অনেকদিন ধরে শারীরিক মানসিক সহ নানা রোগে ভুগছিলেন।ভর্তি হওয়ার পর তার পরিবারের সদস্যরা তার সাথে থাকতেন না।গত শুক্রবার রাত আনুমানিক ১২ টার দিকে হাসপাতালের টয়লেটে যান তিনি।এরপর দীর্ঘকালীন সময়ে না ফিরলে সন্দেহ হয় পাশের রোগীদের।এসময় তার পাশে থাকা এক নারী হাসপাতালের বাথরুমে গিয়ে মালেকা খাতুনের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা স্বীকার করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।