চুয়াডাঙ্গার জীবননগরে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি (ডিএবিএস) এর উদ্যেগে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন করা হয়েছে।
৮ সেপ্টেম্বর (বুধবার) এ কর্মসূচী পালন করা হয়।
সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।
আজ সকাল ৯টার সময় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি (ডিএবিএস) এর চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে বর্ণঢ্য র্যালীর মাধ্যমে এ দিবসটি পালন করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে দিবসটি প্রথমবারের মতো বাংলাদেশে উদযাপনের উদ্যোগ গ্রহণ করেন।
এ বছর কভিড-১৯ মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য : “মানবকেন্দ্রিক পুনরুদ্ধারের জন্য সাক্ষরতা, ডিজিটাল বিভাজন সংকুচিত করে. ”
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মোঃ আরিফুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান আয়শা সুলতানা লাকি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি চুয়াডাঙ্গা শাখার ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন আহম্মেদ, ওমর ফারুক, মফিজুল ইসলাম, রমজান আলী, আমিনুল ইসলাম, সাদিয়া, অনিম আহম্মেদ ও শাকিব হাসান সেতুসহ স্বেচ্ছাসেবকরা।
র্যালি ও সমাবেশটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাংবাদিক মিথুন মাহমুদ।