দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এডমিন অফিসার মো: কহিনুর আলমের আগমনে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে।
২২ আগস্ট (রোববার) ১১ টার সময় এ শুভেচ্ছা দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির নির্বাহী সদস্য, সময় টিভির সাংবাদিক ও উপস্থাপক সাব্বির সামি মুহিত। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চুয়াডাঙ্গা জেলা শাখার ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন আহম্মেদ, হেড অফ আইটি কাজল হোসেন,সাজু আহাম্মেদ, ওমর ফারুক, মফিজুল ইসলাম, রমজান আলী, অনিম আহাম্মেদ,আমিনুল ইসলাম।
উল্লেখ্য, ডিবিএস এর আ্যডমিন অফিসার মোঃ. কহিনুর আলম তিন দিনের সফরে চুয়াডাঙ্গা ব্রাঞ্চ অফিসে অবস্থান করছেন। এ সফরে সাতক্ষীরায় বন্যা কবলিত ২৫০ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ, চুয়ডাঙ্গার কোভিড পিড়িত শতাধিক পরিবারে মাঝে ফুড প্যাকেট বিতরণ ও অফিস পরিচালনা বিষয়ক সেমিনার কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।