চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় বজ্রপাতে নিহত পরিবারকে অর্থ সহায়তা দিয়েছেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।
১৪ আগস্ট (শনিবার) বিকাল ৫টার সময় এ সহায়তা প্রদান করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে ভুক্তভোগী পরিবারকে নগদ ১০,০০০ টাকা, ১০ কেজি চাল, ডাল, তেল লবনসহ প্রয়োজনীয় সহায়তা দিয়েছেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।
উল্লেখ্য, জীবননগরের হাসাদাহ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শুকুর আলীর ছেলে সবুর (১৮) বজ্রপাতে মারা যায়।