দীর্ঘদিন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ (বৃহস্পতিবার) মারা যান যমুনা টেলিভিশনের চুয়াডাঙ্গা প্রতিনিধি আরিফুল ইসলাম ডালিম। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
আরিফুলের স্বজনরা জানায়, আরিফুল ইসলাম ডালিম করোনা আক্রান্ত হওয়ার পর ২৩ জুলাই তাকে চুয়াডাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় সড়কপথে আজ (বৃহস্পতিবার) ঢাকায় আনা হচ্ছিলো তাকে। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয় ডালিমের।
এরপর তাকে সাভারের এনাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে দুরন্ত পরিবার।
উল্লেখ্য, ডালিম যমুনা টিভি ছাড়াও দৈনিক দেশ রুপান্তর ও ইউএনবি’র চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ছিলেন। স্থানীয় একটি দৈনিকের সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সেক্রেটারি ছিলেন ডালিম। এর আগে একুশে টেলিভিশনে চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেব কর্মরত ছিলেন।
ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। মৃত্যর সভয় ডালিম স্ত্রী ও দুই শিশু পুত্র রেখে গেছেন।