চুয়াডাঙ্গার জীবননগরে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি (ডিএবিএস) এর উদ্যোগে অসহায় ও দুস্থ বিভিন্ন পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে ছাগল বিতরণ করা হয়েছে।
১১ আগস্ট (বুধবার) বিকাল ৩টার উপজেলার বাঁকা ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর যুবলীগের সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চুয়াডাঙ্গা অফিসের প্রজেক্ট ম্যানেজার হোসাইন আহম্মেদ, হেড অফ আইটি কাজল হোসেন, মফিজুল ইসলাম, রমজান আলী, ওমর ফারুক, বিল্লাল হোসেন, অনিম আহমেদসহ প্রমুখ।
প্রধান অতিথি শরিফুল ইসলাম বলেন, প্রান্তিক দরিদ্র অসহায় মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে দোস্ত এইডের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
দোস্ত এইড চুয়াডাঙ্গার প্রজেক্ট ম্যানেজার হোসাইন আহম্মেদ বলেন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দীর্ঘদিন ধরে সমাজের অসহায় দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার দুস্থ পরিবারের মাঝে ছাগল প্রদান কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এভাবেই আমরা সমাজের অসহায় দরিদ্র মানুষের বিভিন্ন সহায়তায় অব্যাহত রাখব।
তিনি আরও বলেন, জীবননগরের কৃতি সন্তান দোস্ত এইডের নির্বাহী সদস্য সাংবাদিক সাব্বির সামি মুহিতকে ধন্যবাদ জানায় চুয়াডাঙ্গা জেলায় এ ধরণের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য।