চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় গণটিকা কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলার চারটি ইউনিয়নে কেন্দ্র ২৪০০ টিকা এবং পৌরসভায় তিনটি কেন্দ্রে ১৮০০ টিকা বরাদ্ধ দেওয়া হয়েছে।
শনিবার (৭ আগস্ট) জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৯টার সময় জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আরিফুল ইসলাম এ গণটিকা কার্যক্রম উদ্বোধন করেন।
ইউএনও আরিফুল ইসলাম বলেন, টিকাদান কার্যক্রম সুন্দরভাবে চলছে এবং প্রশাসনের দিক থেকে সার্বিকভাবে সহায়তা দেওয়া হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. মহিউদ্দীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডঃ সেলিমা আক্তার শিমু, ডঃ হেলেনা আক্তার নিপা, ডঃ হেদায়েত বিন সেতু, সাংবাদিক জাহিদ বাবু, স্বেচ্ছাসেবকসহ অন্যরা।