প্রধানমন্ত্রীর নির্দেশে চুয়াডাঙ্গার জীবননগরে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনের কারনে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকদের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ সদস্য হাজী আলী আজগর টগর।
রোববার(১ আগস্ট) সকাল ১১ টাই জীবননগর উপজেলা অডিটোরিয়াম রুমে উপজেলার ৫০০জন সিএনজি ও ইজিবাইক চালকদের মাঝে এই খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় জীবননগর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ সদস্য হাজী আলী আজগর টগর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান হাফিজ, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মোঃ আব্দুল লতিফ অমল, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ সাইফুল ইসলাম, জীবননগর প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান বাবু,সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল প্রমুখ।
এসময় সংসদ সদস্য হাজী আলী আজগর টগর বলেন, করোনাকালীন সময়ে কঠোর বিধিনিষেধ থাকায় এসব মানুষ কর্মহীন হয়ে পড়ছে।তাদের কথা বিবেচনা খাদ্য সামগ্রী বিতরণ চলছে। আর যতদিন করোনা ও লকডাউন থাকবে ততদিন কর্মহীন মানুষের পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।