জীবননগর উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও এক জন।
সোমবার (২ আগস্ট) বেলা ১টায় জীবননগর উপজেলার হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহত ব্যক্তি জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত কলিমদ্দিনের ছেলে আবু সুলতান মেগা (৫৫)।এছাড়া এসময় আহত হয়েছেন একই গ্রামের মোঃ ফজলুর ছেলে মোঃ আজিজুল হক (৪০)।
প্রত্যক্ষদর্শী মোঃ সোহেল রানা জানান, ওই কৃষক জমিতে আমন ধানের চারা রোপণ করছিলেন।
হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেইে এক কৃষক মারা যান। এ সময় আহত হন আরো একজন।
আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।