ওমর ফারুক, চুয়াডাঙ্গা প্রতিনিধি
ডিএবিএস’র (দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর জন্মবার্ষিকী উপলক্ষে ১লা আগস্ট (রোববার) সকালে চুয়াডাঙ্গার জীবননগরে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
ডিএবিএস’র (দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি) চুয়াডাঙ্গা শাখা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের সার্বিক মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ডিএবিএস চুয়াডাঙ্গা শাখার স্বেচ্ছাসেবক মো: রমজান আলী।
দোয়া শেষে ঘরোয়া পরিবেশে কেক কেটে উদযাপন করা হয় জাহাঙ্গীর আলম চৌধুরীর শুভ জন্মদিন।
এ বিষয়ে ডিএবিএস চুয়াডাঙ্গা ইনচার্জ হোসাইন আহম্মেদ জানান, জাহাঙ্গীর স্যারের একান্ত চেষ্টা ও পরিশ্রমের ফসল আজকের দোস্ত এইড। তার নির্দেশনায় আরও দ্রুত দেশের প্রতিটি জেলার মানুষের পাশে দাঁড়াতে পারবো আমরা। আর স্যারের জন্মদিনে চুয়াডাঙ্গা শাখার সকলের পক্ষ থেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।
উল্লেখ্য, ডিএবিএস চেয়ারম্যানের জন্মদিন উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো: কাজল হোসেন, মফিজুল ইসলাম, অনিম আহম্মেদ, আমিনুল ইসলাম, শাহাজামাল বাদশা, সজল, মহাসীনসহ অন্যান্যরা।