ভোর ৫:০৯ শনিবার ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ৩রা রমজান, ১৪৪৪ হিজরি

হোম দুরন্ত-চুয়াডাঙ্গা দারিদ‍্রমুক্ত সমাজ নির্মাণের অংশীদার হবে দোস্ত এইড: সাংবাদিক সাব্বির সামি

দারিদ‍্রমুক্ত সমাজ নির্মাণের অংশীদার হবে দোস্ত এইড: সাংবাদিক সাব্বির সামি

লিখেছেন kajol khan
tubewell_distribute_chuadanga
Spread the love

 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বিনামূল্যে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ৫০টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ জুলাই) বেলার ১১ টায় উপজেলার উথলী মাধ্যমিক বিদ্যালয়ে পরিবারগুলো মধ্যে টিউবওয়েলগুলো হস্তান্তর করা হয়।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মো. হাফিজুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দোস্ত এইড সোসাইটির নির্বাহী সদস্য সাংবাদিক সাব্বির সামি মুহিত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মো: মহিউদ্দীন, জীবননগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মো: মিজানুর রহমান, উথলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জনাব মো. আবুল কালাম আজাদ, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মো. আব্দুল হান্নান, উথলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি জনাব মো. আব্দুল মান্নান পিন্টু, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ জনাব মো. মোবারক সোহেল আহম্মেদ, উথলী ইউনিয়ন পরিষদের ১ নং সদস্য জনাব মো. জহুরুল ইসলাম ঝন্টু, উথলী ইউনিয়ন পরিষদের ২ নং সদস্য জনাব মো. মঈনুল হাসান, সাংবাদিক সালাউদ্দিন কাজল ও মাইটিভির প্রতিনিধি মিথুন মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মো. হাফিজুর রহমান বলেন, ‘দীর্ঘদিন থেকে দোস্ত এইড চুয়াডাঙ্গা বিশেষ করে আমার উপজেলায় যে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছে তা সত‍্যিই প্রশংসা পাওয়ার যোগ‍্য।’

সভাপতির বক্তব‍্যে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম বলেন, ‘এ উপজেলায় আমার স্বল্প সময় দায়িত্ব পালনকালে দোস্ত এইডের যে কর্মতৎপরতা ও কার্যক্রম দেখে আমি অভিভূত। তাদের এই কার্যক্রমের আরও বিস্তার ঘটুক সেটিই প্রত‍্যাশা করি।’

অনুষ্ঠানে প্রধান আলোচক সাংবাদিক সাব্বির সামি মুহিত বলেন, আমরা সমাজের অসহায় গরীব ও অসচ্ছল মানুষের কল্যাণে কাজ করে থাকি। শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ পানির ব্যবহারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। এরই ধারাবাহিকতায় আজকে ৫০টি টিউবওয়েল বিতরণ করেছি। দেশের বিভিন্ন জেলায় আমাদের এ কার্যক্রম অব্যাহত রয়েছে। আপনাদের সহযোগিতায় এই কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবো। ক্ষুধা-দারিদ‍্রমুক্ত সমাজ নির্মাণে কাজ করে যাচ্ছি আমরা।’

এদিকে, টিউবওয়েল পেয়ে উথলী ইউনিয়নের ষাটোর্ধ মো. নাসির বলেন, বাবা এট্টা কল পাওয়ার জন‍্যি অনেক কষ্ট করেচি। নোকের বাড়ি থেকে পানি আনতি গেছি গালাগাল করে। পানির কষ্ট খুব। দোস্ত এইড আমাদের কল দেচ্চে। আমি খুশি। তাদের জন‍্যি দোয়া করি।

উল্লেখ‍্য, ২০১৮ সাল থেকে জামালপুর ও চুয়াডাঙ্গাসহ দেশের ২৬টি জেলায় শিক্ষা, স্বাস্থ‍্য, খাদ‍্য, আশ‍্রয়ণ, কর্মর্সস্থানসহ ২২টি উন্নয়নমূলক কার্যক্রম বিনামূল‍্যে পরিচলনা করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More