আব্দুর রহিম, ঝিনাইদহ প্রতিনিধি
করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন চুয়াডাঙ্গার জীবননগর পাথিলা বীজ উৎপাদন খামারের গ্যারেজ ইনচার্জ ট্রাক্টর ড্রাইভার শওকত আলী। আজ দুপুর আড়াই টার দিকে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
জানা গেছে, শওকত আলী জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের সোন্দাহ গ্রামের মৃত মকসেদ মন্ডল এর ছেলে। তিনি গত ৫ জুলাই জ্বর, ঠাণ্ডা,কাশিসহ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে জীবননগর ৫০শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। কর্মরত মেডিকেল অফিসার নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ পরীক্ষার জন্য স্যাম্পল সংগ্রহ করেন এবং পরে রিপোর্টে ফলাফল করোনা পজিটিভ আসে।
পরবর্তীতে জীবননগর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অবস্থায় ট্রাক-ড্রাইভার শওকত আলীর অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে আইসিইউ সাপোর্টের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। পাথিলা বীজ উৎপাদন খামারের গ্যারেজ ইনচার্জ ট্রাক্টর চালক শওকতের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক জানিয়েছেন পাথিলা বীজ উৎপাদন খামারের কর্মকর্তা উপ-পরিচালক কে,এম গোলাম সরোয়ার।