মাদকের টাকা না পেয়ে মেয়ের হাতে রহিমা বেগম (৫৫) নামে এক মা খুন হয়েছেন। রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের দশানী গ্রামে এই ঘটনা ঘটে।
জানা যায়, সকালে রহিমা বেগম কাপড় সেলাই করেছিলো, তখন পাপিয়া এসে মাদক কেনার জন্য টাকা চায়। এসময় মা রহিমা বেগম টাকা দিচ্ছিল না। পরে টাকা না পাওয়ায় পাপিয়া কাপড় কাটার কেঁচি তার মায়ের পেটে ঢুকিয়ে দেয়।
এলাকাবাসী জানায়, পাপিয়া দীর্ঘদিন ধরেই মাদক সেবন করে। সে প্রায় সময় টাকার জন্য পরিবারের সকলকে বিভিন্নভাবে জ্বালাতন করতো। এর আগেও একবার পাপিয়া তার মাকে খুন করার চেষ্টা করেছিল।
এ ব্যাপারে বাঞ্ছারাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজু আহমেদ বলেন, নিহত রহিমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক মেয়ে পাপিয়াকে গ্রেফতার করা হয়েছে।