আব্দুর রহিম, ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর পৌরসভা নির্বাচনে ২য় বারের মত মেয়র নির্বাচিত হয়েছে আওয়ামীলীগ সমর্থিত নৌকা মার্কার প্রার্থী আব্দুর রশিদ খান। রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরামহীন ভাবে ভোট গ্রহণ চলেছে। আওয়ামী লীগ নৌকা প্রতিকে ১৩৫৯৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। অপর দিকে ধানের শীষের মনোনীত প্রার্থী এ্যাডঃ আমিরুল ইসলাম খান চুন্নু এক প্রেস বিজ্ঞপ্তিতে ভোট বর্জন করেন।
কাউন্সিলর হিসাবে নির্বাচিত হয়েছে ১নং ওয়ার্ড বেগমপুর আলী হাফিজ ২নং ওয়ার্ড বোঁচিতলা আব্দুস সালাম ৩নং ওয়ার্ড নওদাগ্রাম রুহুল আমিন মিন্টু ৪নং ওয়ার্ড জলিলপুর হাবী শেখ ৫নং ওয়ার্ড বারুইপাড়া শ্যামপদ হালদার ৬নং ওয়ার্ড মহেশপুর কাজী আতিয়ার রহমান ৭নং ওয়ার্ড পাতিবিলা হাসেম পাঠান ৮নং ওয়ার্ড গোপালপুর বাবুল হোসেন ৯নং ওয়ার্ড গাড়াবাড়ীয়া মোঃ জাহাঙ্গীর হোসেন নির্বাচিত হয়েছে।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছে ১নং ওয়ার্ড শারমিন সুলতানা জবাফুল ২নং ওয়ার্ড ইশারননেছা চশমা ৩নং ওয়ার্ড তাসলিমা বেগম চশমা প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছে।