জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো ‘সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০’। ডিজিটাল প্লাটফর্মে বিভিন্ন ক্ষেত্রে অবদান ও শ্রেষ্ঠত্বের জন্য বাংলাদেশে প্রথমবারের মতো এই পুরস্কার প্রদান করা হয়।
যেখানে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জেতেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। কিন্তু ব্যক্তিগত ব্যস্ততার কারণে অনুষ্ঠানে আসতে পারেননি তিনি। তাৎক্ষণিক শাকিব খানের হয়ে পুরস্কারটি বুঝে নেন তার সহ-অভিনেত্রী চিত্রনায়িকা বুবলী।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক শ্রেষ্ঠ নায়কের ক্যাটাগরিতে শাকিব খানের নাম ঘোষণা করে বলেন, বস আসেননি সেজন্য পুরস্কারটি বুবলীর হাতে দেওয়া হলো। শাকিবের আগে বুবলী নিজেও ‘শ্রেষ্ঠ নায়িকা’র পুরস্কার গ্রহণ করেন।