সিরিয়ায় ইরানসমর্থিত যোদ্ধাদের স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাকে যুক্তরাষ্ট্রের দূতাবাসসহ বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর রকেট হামলার জবাবে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ওই হামলা চালানো হয়। পেন্টাগনের দুই কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে সিরিয়ায় ইরানসমর্থিত যোদ্ধাদের স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। সাম্প্রতিক সময়ে ইরাকে যুক্তরাষ্ট্রের দূতাবাসসহ বিভিন্ন লক্ষ্যবস্তু ও ব্যক্তির ওপর হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে।
কিরবি আরও বলেন, হামলায় কাতাইব হিজবুল্লাহ (কেএইচ) এবং কাতাইব সায়িদ আল-সুহাদাসহ (কেএসএস) বেশ কয়েকটি ইরানসমর্থিত মিলিশিয়া গ্রুপের স্থাপনা ধ্বংস হয়ে গেছে।
এদিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’র বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ এই হামলায় ১৭ ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছে।
গত সপ্তাহের ইরাকে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার পর বৃহস্পতিবারের এই হামলা যুক্তরাষ্ট্রের প্রথম প্রতিশোধমূলক পদক্ষেপ। তবে হামলার পরিধি কম থাকার কারণে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির আশংকা কম বলে ধারণা করা হচ্ছে। এছাড়া বিগত কয়েক বছরে বেশ কয়েকবার এধরনের প্রতিশোধমূলক সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।