সকাল ১০:১৬ বৃহস্পতিবার ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ১লা রমজান, ১৪৪৪ হিজরি

হোম দেশ বেড়াতে নিয়ে এসে দুই কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ৬

বেড়াতে নিয়ে এসে দুই কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ৬

লিখেছেন sayeed
Spread the love

মুন্সিগঞ্জের লৌহজংয়ে ঘুরতে নিয়ে এসে দুই কিশোরীকে গণধর্ষণের ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে তাদেরকে গ্রেফতার করা হয়। এর আগে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে লৌহজং যশলদিয়া পুনর্বাসন কেন্দ্রে গণধর্ষণের ঘটনাটি ঘটে।

গ্রেফতাররা হলেন- মেদিনী মন্ডল ইউনিয়নের উত্তর যশলদিয়া গ্রামের মাসুদ শেখের ছেলে অমায়িক (২৩), একই গ্রামের মৃত রহিম শেখের ছেলে রনি শেখ (২৪), শরিয়তপুরের জাজিরা উপজেলার সোবাহানদি মাদবরকান্দির চাঁন মিয়া শেখের ছেলে জীবন শেখ (২৫), শ্রীনগর উপজেলার ষোলঘর গ্রামের মো. মাসুদ আলী শেখের ছেলে আদনান (১৯), মৃত শাকিব হোসেনে ছেলে কাইফি মীর (২২) ও মেদিনী মন্ডল ইউনিয়নের যশলদিয়া গ্রামের আবদুস সালাম বেপারীর ছেলে রবিন (২৬)।

জানা যায়, ঢাকার কেরাণীগঞ্জের ষষ্ঠ শ্রেণি ও দশম শ্রেণি পড়ুয়া দুই কিশোরীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় আদনান ও রিফাত নামে দুজনের। পরিচয়ের কিছুদিন পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। মঙ্গলবার রাত ১০টার দিকে কথিত প্রেমিকরা ওই কিশোরীদের শিমুলিয়া ঘাটে ঘুরতে নিয়ে যায়। ঘোরাফেরা শেষে গভীর রাতে তাদেরকে যশলদিয়া পুনর্বাসন কেন্দ্রের নির্জন একটি ঘরে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়।

পরদিন (বুধবার) সকালে ভুক্তভোগীরা বাসায় ফিরে অভিভাবকদের বিষয়টি জানায়। তাদের পরিবারের পক্ষ থেকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় এ বিষয়ে অভিযোগ করা হয়। কেরাণীগঞ্জ থানা পুলিশ লৌহজং থানাকে বিষয়টি জানালে বুধবার রাতভর অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে ছয় যুবককে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে  লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসাইন জানান, এ ঘটনায় লৌহজং থানায় সাত জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। এদের মধ্যে ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক সোহেলকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More