২০১৬ সালে ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। বিয়ের চার বছর পেরিয়ে গেলেও নানা রকম গুঞ্জন ওঠে তাদের বিয়ে নিয়ে। তবে সব গুঞ্জনকে উপেক্ষা করে দারুণ ভাবে সংসার করছেন মাহি-অপু।
মাহির কাছে জানতে চাওয়া হয় অপুর জন্য ভালোবাসা কি আগের মতোই আছে, নাকি কমেছে বা বেড়েছে? উত্তরে অভিনেত্রী বলেন, ভালোবাসা নেই একদমই। তবে মায়া আছে অনেক বেশি। সে এখন আমার বন্ধুর মতো। ভালোবাসাটা ফিল হয় না।
এই গ্ল্যামার কন্যা তার সহকর্মীদের নিয়েও কথা বলেন। বিশেষ করে পরীমনি দেখতে খুব সুন্দর বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, পরীমনিকে দেখে মাঝেমধ্যে মনে হয়, এত সুন্দর, কিন্তু ও এত পাগল কেন?
এ ছাড়া আমাদের নুসরাত ফারিয়াও অনেক জোস। আমি তো তাদের মতো হতে পারবো না, আমাকে আমার মতো করে তাই এগোতে হবে। তাদের তো কপি করতে পারবো না, তাই আমি নিজের সঙ্গেই প্রতিযোগিতা করি।