দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে চলতি মাসের প্রথম সপ্তাহে আলি জামান চৌধুরী মানিক নামের এক বাংলাদেশিকে টার্গেট করে গুলি করেছিল দুর্বিত্তরা। এ ঘটনায় তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) তিনি মারা গেছেন।
জানা গেছে, দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার সময় অজ্ঞাত ব্যক্তির গুলিতে মারাত্মকভাবে আহত হয়ে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন মানিক। তার দেশের বাড়ি নোয়াখালী।