গাইবান্ধার গোবিন্দগঞ্জ অপহরণের শিকার এক কিশোরীকে ১৩ দিন পর গাজীপুরের কালিয়াকৈর থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে গোবিন্দগঞ্জ বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করা হয়।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ অপহরণকারীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, শাকপালা গ্রামের বাবুল মিয়ার ছেলে রাকিব মিয়া, রশিক নগর (তালতলী) গ্রামের রূপচানের ছেলে সাদ্দাম ও বড়গাঁও গ্রামের টুনকুর ছেলে পবন মিয়া।
গোবিন্দগঞ্জের বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বলেন, গত ২৯ জানুয়ারি অপহরণ করা হয় ওই কিশোরীকে।খোঁজাখুঁজি করে না পাওয়ায় গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ করেন ওই কিশোরীর পিতা। ওই অভিযোগের সূত্র ধরে কালিয়াকৈর থানা পলিশের সহযোগিতায় কিশোরীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে ৩ জনকে আটক করা হয়েছে।